গ্রেফতার, প্রতীকী ছবি
উত্তরপ্রদেশের নম্বর প্লেটের লরি। তাতে আবার লেখা সেনার কাজে কর্মরত। আর্মি ডিউটি। কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া বোধহয় অত সহজ নয়! নদিয়ার চাকদহের পেপার মিল এলাকায় ওই লরির পথ আটকায় পুলিশ। তারপর লরি তল্লাশি করতেই চোখ কপালে ওঠে। সেনার লরি বলে ওই লরিতে পাচার হচ্ছিল গাঁজা। ২৬ কেজি গাঁজা উদ্ধার হয় লরি থেকে। এছাড়া সেনার পোশাক, ওয়াকিটকি, মোবাইল, জুতো সহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার হয়।
লরির চালক সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো পাচার চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।