State

বিজেপির রথযাত্রার পাল্টা অনুব্রতর অভিনব উদ্যোগ

Published by
News Desk

এক আধটা নয়। একেবারে ৪ হাজার খোল আর ৮ হাজার করতাল বিলি করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। খবরের শিরোনামে তিনি প্রায় সব সময়েই থাকেন। বুধবার খোল-করতাল বিলি করে ফের একবার উঠে এলেন খবরের শিরোনামে। বীরভূম ও বর্ধমানের কীর্তনিয়াদের মধ্যে এই খোল-করতাল বিতরণ করেন তিনি। এদিন সকালে বোলপুরের ডাকবাংলো ময়দানে এই অনুষ্ঠান হয়।

কিন্তু কেন এই খোল-করতাল বিতরণ? বীরভূমের তারাপীঠ থেকে রথযাত্রা বার করছে বিজেপি। তার প্রত্যুত্তর দিতেই এই উদ্যোগ। রথযাত্রার পর তৃণমূল বার করবে কীর্তন যাত্রা। সেই কীর্তন যাত্রারই আগাম প্রস্তুতি হল এদিন। এই কীর্তনিয়ারাই ওদিন কীর্তন গাইতে গাইতে যাবেন। এদিন খোল-করতাল বিতরণের পর ছিল ভোজনের আয়োজন।

Share
Published by
News Desk