State

অর্ধেক ছাত্রের নাম নেই, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

Published by
News Desk

স্কুলের চতুর্থ শ্রেণিতে ছাত্র সংখ্যা ১৩৪ জন। কিন্তু পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণের যে তালিকা স্কুল প্রকাশ করেছে তাতে নাম রয়েছে ৫৯ জনের। তাহলে বাকি অর্ধেকেরও বেশি ছাত্রের কী হবে? তারা আবার কোন স্কুলে ভর্তি হতে যাবে? কেন এদের নাম বাদ দেওয়া হল? এসব প্রশ্ন তুলে মঙ্গলবার সোনারপুরের সারদা বিদ্যাপীঠের পঠনপাঠন বন্ধ করে দেন অভিভাবকরা। এদিন সকাল থেকেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

যেসব ছাত্রের নাম নেই তাঁদের অভিভাবকরা স্কুলে গেটে ক্ষোভে ফেটে পড়েন। অবস্থা সামাল দিতে হাজির হয় স্থানীয় থানার পুলিশ।

Share
Published by
News Desk