State

জেল পালাতে সিদ্ধহস্ত কর্ণ বেরার যাবজ্জীবন কারাদণ্ড

Published by
News Desk

২০১৬ সালের ৭ জানুয়ারির কথা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুলিশ কনস্টেবল নবকুমার হাইতকে গুলি করে হত্যা করে কর্ণ বেরা নামে এক কুখ্যাত দুষ্কৃতি। গ্রেফতার করা হয় কর্ণ বেরা ও তার সঙ্গী শেখ রহিমকে। এরপর পুলিশের চোখে ধুলো দিয়ে কর্ণ কদিন আগেই জেল থেকে পালায়। বোমা ছুঁড়তে ছুঁড়তে চম্পট দেয় সে। অবশেষে তাকে পাকড়াও করে পুলিশ। বাড়ানো হয় জেলে তার ওপর নজরদারি। তবে কর্ণ এর আগেও জেল পালাতে সক্ষম হয়েছিল। জেল পালাতে সিদ্ধহস্ত হিসাবে রীতিমত তার পরিচিতি হয়ে যায়।

অবশেষে সেই কুখ্যাত দুষ্কৃতি কর্ণ বেরাকে পুলিশ কনস্টেবল খুনের মামলায় গত শনিবার দোষী সাব্যস্ত করে হলদিয়া মহকুমা আদালত। সোমবার তার সাজা ঘোষণা হয়। কর্ণ বেরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তার সঙ্গী শেখ রহিমকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Share
Published by
News Desk