Categories: State

নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত ২

Published by
News Desk

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসন্তি হাইওয়েতে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হল ২ জনের। দেউলি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রধানের স্ত্রী, শ্যালক সহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্যে হাত লাগান। পঞ্চায়েত প্রধানের দেহ উদ্ধার হলেও প্রথমে তাঁর মেয়ে মোনালিসা ঠাকুরের খোঁজ মিলছিলনা। পরে নয়ানজুলিতে ডুবুরি নামিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় দেউলি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share
Published by
News Desk

Recent Posts