State

ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ, রেলকর্মীর মৃত্যু

Published by
News Desk

পেশায় রেলের চতুর্থ শ্রেণির কর্মী। নাম সুকিয়া হাঁড়ি। মধ্যবয়সী ওই মহিলাকে শনিবার দেওয়া হয়েছিল পুরুলিয়ার আদ্রার ডিআরএম অফিসের আশপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিস্কারের দায়িত্ব। নির্দেশমতো কাজ শুরু করেন মহিলা। চারদিকে প্রচুর গাছ। ঝোপঝাড় পরিস্কার করার সময় তেমনই একটি গাছ থেকে আচমকাই ভেঙে পড়ে মৌমাছির একটি আস্ত চাক।

চাক ভেঙে পড়ায় মৌমাছিরা বেরিয়ে আসে সেখান থেকে। তারপর সামনে ওই মহিলাকে পেয়ে তাঁকে আক্রমণ করে। মৌমাছির কামড়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Share
Published by
News Desk