State

ভাগ্নির শ্লীলতাহানি রুখতে গিয়ে খুন কনস্টেবল, ৭ জনের যাবজ্জীবন

Published by
News Desk

দোলের দিন ভাগ্নির শ্লীলতাহানি রুখতে গিয়ে ২০১২ সালে নৃশংসভাবে খুন হন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম। তাঁকে লোহার রড, লাঠি, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১ জন বাদ দিয়ে ৭ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। গত বুধবার সেই ৭ জনকে দোষী সাব্যস্ত করেন ব্যারাকপুর আদালতের বিচারক। ৭টি ধারায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত।

বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা হল। ৭ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানা। তবে এই মামলার আর ১ অভিযুক্ত এখনও ফেরার। তার খোঁজ জারি রেখেছে পুলিশ।

Share
Published by
News Desk