State

মদের আসরে ডেকে নিয়ে গিয়ে গুলি, মৃত যুবক

Published by
News Desk

গত রবিবার রাতে মদের আসর বসেছিল কল্যাণীর ঝিলপাড়ে। সেখানেই ডেকে নিয়ে গিয়ে গুলি করা হল রাজু নট্ট নামে এক যুবককে। তাঁর মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

কেন এভাবে গুলি? স্থানীয় সূত্রে খবর, রাজু নট্টের সঙ্গে তার বন্ধুর এক আত্মীয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। আত্মীয়ের সঙ্গে রাজুর এই বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারছিল না তাঁর বন্ধু। সেই আক্রোশেই খুন বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবশ্য এই খুনের পিছনে অন্য একটি তত্ত্বও উঠে আসছে। নিছক মদের আড্ডার ঝগড়া থেকেই খুন বলে মনে করছেন অনেকে। পুলিশ রাজুর বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts