State

সাতসকালে গতির লরিতে পিষে গেল যুবকের দেহ

Published by
News Desk

সকাল ৭টা। ভাঙড় থানা এলাকার ঘটকপুকুরে বাসন্তী হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল একটি লরি। দ্রুত গতির সেই লরিকে হাত দেখিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন স্থানীয় যুবক রাজু নস্কর। অভিযোগ, রাজুর হাত দেখানো সত্ত্বেও লরির চালক গতি কমানোর চেষ্টা করেনি। ফলে দ্রুতগামী সেই লরির চাকায় পিষে যান রাজু নস্কর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় রাস্তা দিয়ে যান চলাচল। পুলিশ এসে ঘাতক লরি ও লরির চালককে আটক করে। ওই যুবক হাত দেখানো সত্ত্বেও কেন লরির চালক গতি কমাল না তা জানার চেষ্টা করছে পুলিশ।

Share
Published by
News Desk