State

দামাল দাঁতালদের তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব

Published by
News Desk

দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল। দলেও ভারী। প্রায় ৭০টি হাতির দল তাণ্ডব চালাচ্ছে। তার জেরে ক্ষয়ক্ষতিও হচ্ছে। এমনই অভিযোগে সরব পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদরের বাসিন্দারা। ক্ষতি হচ্ছে ফসলের। আমজনতাও আতঙ্কে। হাতির দল কখন কী করবে বোঝা দায়!

স্থানীয়দের দাবি তাঁরা বন দফতরকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু বন দফতর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করছে না। ফলে এলাকা জুড়ে হাতির তাণ্ডব চলছে। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Share
Published by
News Desk