State

টোটোর ভিজে সিটে বসা নিয়ে হাতাহাতি, মৃত ১

Published by
News Desk

নিম্নচাপের জেরে গত সোমবার দিনভরই মাঝেমধ্যে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। আর টোটো যে ধরণের গাড়ি তাতে চারপাশ খোলা থাকায় তার সিটে জল পড়া স্বাভাবিক। সেই জল পড়া সিটে বসাকে কেন্দ্র করে ২ যাত্রীর মধ্যে ঝগড়া লাগে গত সোমবার বিকেলে। নিমতা থানা এলাকার বিরাটি স্টেশনের কাছে টোটো থেকে নেমে ওই ২ ব্যক্তি নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন।

প্রথমে বচসা। তারপর হাতাহাতি। হাতাহাতির সময় ২ জনের মধ্যে ১ জন চিত্তরঞ্জন সরকার মার খেয়ে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় ৫২ বছরের ওই ব্যক্তিকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সামান্য টোটোর সিটে বৃষ্টির জল পড়াকে কেন্দ্র করে হাতাহাতি মৃত্যু পর্যন্ত গড়ায় কী করে তা ভেবেই কুল পাচ্ছেন না স্থানীয় মানুষজন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

Share
Published by
News Desk