State

শেষরক্ষা হলনা, গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু

Published by
News Desk

গত রবিবার ভরদুপুরে বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হন স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ। তাঁর মুখে গুলি লাগে। মোট ৫টি গুলি শরীরে প্রবেশ করে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রক্তক্ষরণ হতে থাকে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে কয়েকটি গুলি বার করতে সক্ষম হন। তারপর তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তখনই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন তাঁর অবস্থা সংকটজনক। ওই অবস্থায় প্রায় ২৪ ঘণ্টা যমে মানুষে টানাটানির পর অবশেষে সোমবার দুপুরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

দীপক ঘোষকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতিরা। তাঁর মুখ লক্ষ্য করেই গুলি চালানো হয়। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে মনে করছেন স্থানীয়রা। দীপক ঘোষ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Share
Published by
News Desk