State

বিজয়াদশমীর রাতে মহিলার রহস্যমৃত্যু, এলাকায় উত্তেজনা

Published by
News Desk

বাড়িতেই বিউটি পার্লার চালাতেন। সিউড়ির সাজানো পল্লী এলাকায় সবাই চিনতেন তাঁকে। নাম শিউলি পাল। মধ্যবয়সী ওই মহিলার দেহ বিজয়াদশমীর রাতে মিলল তাঁরই ঘর থেকে। তাঁর স্বামী দাবি করেছেন, তিনি রাতে বাড়ি ফিরে দেখেন সদর দরজা খোলা। তাতে তাঁর কিছুটা সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে দেখেন তাঁর স্ত্রী খাটের ওপর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছেন। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করতে গিয়ে পড়ে পাড়াপড়শিদের ক্ষোভের মুখে।

একটি জনবহুল এলাকায় এভাবে বিজয়ার দিন কীভাবে এক মহিলাকে কেউ খুন করে পালাল তা নিয়ে ধন্ধে পাড়াপ্রতিবেশিরা। রাতে ওই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতার বাড়ির লোকের ধারণা তাঁর পরিচিত কেউই শিউলিদেবীকে খুন করেছে। লুঠের উদ্দেশ্যেও খুন হয়ে থাকতে পারে। কারণ বাড়ি থেকে খোয়া গিয়েছে কিছু গয়না, টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk