State

ভাসান দিতে গিয়ে তলিয়ে গেলেন ১ জন

Published by
News Desk

বাড়ির ঠাকুর ভাসান দিতে গিয়েছিলেন পরিবারের সকলে। সালকিয়ার ছাতুবাবু ঘাটে পৌঁছনোর পর সব নিয়ম মেনেই ঠাকুরকে জলে ফেলার প্রস্তুতি শুরু হয়। ঠাকুর জলে ফেলার সময় গঙ্গার জলে নামেন পরিবারের কয়েকজন। আচমকাই তাঁদের মধ্যে ৪ জন তলিয়ে যেতে থাকেন। দ্রুত খবর দেওয়া হয় পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের। তাঁরা তলিয়ে যেতে থাকা ৩ জনকে উদ্ধারও করেন। কিন্তু ১ জনের কোনও খোঁজ তাঁরা পাননি।

তলিয়ে যাওয়া ব্যক্তির নাম সৌরভ মিত্র। মধ্যবয়সী ওই ব্যক্তি সম্ভবত জলের টানেই তলিয়ে যান বলে মনে করা হচ্ছে। গত রাতের পর এদিন সকাল থেকেও খোঁজ শুরু হয়। কিন্তু দুপুর পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

Share
Published by
News Desk