State

কাউন্সিলরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন স্থানীয় বাসিন্দারা

Published by
News Desk

বিজয়াদশমীর সকালে স্থানীয় বাসিন্দাদের হাতে উত্তমমধ্যম খেলেন এক কাউন্সিলর। উত্তরপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবমীর মধ্যরাতে ইয়ং স্টার ক্লাবের দুর্গা মণ্ডপে ব্যাপক ভাঙচুর চালান। মত্ত অবস্থায় এসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সঙ্গে ছিল প্রায় জনা ৪০ সাঙ্গপাঙ্গ। এভাবে দুর্গাপুজোর মণ্ডপ তছনছ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সকাল হতেই শুরু হয় পথ অবরোধ করে প্রতিবাদ।

এই সময় অভিযুক্ত কাউন্সিলরকে দেখতে পেয়ে বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হন। চলে বেধড়ক মার। জামা খুলে নিয়ে রাস্তায় ফেলে চলে দেদার কিল, চড়, লাথি, ঘুষি। স্থানীয় মহিলা পুরুষ কেউই এই মারমুখী মেজাজে পিছিয়ে ছিলেন না। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সঠিক প্রমাণিত হলে তা বরদাস্ত করা হবে না বলেই আশ্বস্ত করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

Share
Published by
News Desk