State

পুজো শুরুর আগেই মা দুর্গার গয়না চুরি

Published by
Basudev Ghosh

পুজো শুরুর আগেই মা দুর্গার গা থেকে চুরি গেল সোনা-রুপো মিলিয়ে প্রায় ২৪ ভরি গয়না। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের অরবিন্দ সংঘের পুজোয়।

রাতভর কাজ করে পঞ্চমীর ভোরে বিশ্রাম নিতে যান পুজোর উদ্যোক্তারা। সন্দেহ, তখনই চুরি হয় মা দুর্গার গায়ের গয়না। সকাল ৮টা নাগাদ এলাকাবাসী খেয়াল করেন দেবীমূর্তির গা খালি। চুরি হওয়া গয়নার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। চুরির ঘটনা সামনে আসার পর মণ্ডপজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ঘটনার খবর পেয়ে পুজো প্যান্ডেলে আসে বোলপুর থানার পুলিশ। চুরির তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
Basudev Ghosh