State

কুসংস্কার, কেটে নেওয়া হল এক ব্যক্তির ১০টি আঙুল

Published by
News Desk

এক ব্যক্তির ১০টি আঙুল কেটে নিল কয়েকজন। ওই আদিবাসী ব্যক্তির হাতের ১০টি আঙুলই কাটা গিয়েছে। তাঁকে আহত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, কোনও কুসংস্কারের কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমে।

যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ৬০ বছরের ওই আদিবাসী বৃদ্ধের চিকিৎসা চলছে। এই ঘটনার বিষয়ে কোনও লিখিত অভিযোগ এখনও পুলিশের কাছে দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ। তবে তাদের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk