State

তর্পণ করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন ২ ব্যক্তি

Published by
News Desk

মহালয়ার সকাল মানেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ঢল। নদীর পাড়ে এত মানুষের ভিড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য এদিন সকাল থেকেই গঙ্গা পাড়গুলোর কাছে জলে টহল দিয়েছে রিভার ট্রাফিক পুলিশ। তা সত্ত্বেও দুর্ঘটনা রোখা গেলনা। হুগলির ২টি ঘাটে ২ ব্যক্তি তলিয়ে গেলেন গঙ্গায়। দুপুর প‌র্যন্ত তাঁদের দেহ উদ্ধার হয়নি।

এদিন বেলায় প্রথম ঘটনাটি ঘটে কোতরংয়ের কাছে গঙ্গার ঘাটে। সুবোধ জস নামে এক ব্যক্তি জলে নেমে তলিয়ে যান। তাঁর খোঁজ শুরু হয়। অন্যদিকে হুগলিরই শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি গঙ্গার ঘাটে আরও এক মধ্যবয়স্ক ব্যক্তি তলিয়ে গেছেন বলে খবর। সন্দীপ সাঁতরা নামে ওই ব্যক্তিরও কোনও খোঁজ দুপুর প‌র্যন্ত মেলেনি।

Share
Published by
News Desk