State

সাতসকালে মাছ ধরার বড়শিতে উঠে এল সদ্যোজাতের দেহ

Published by
Basudev Ghosh

মাছ ধরার বড়শিতে উঠে এল সদ্যোজাতের দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির সাজানোপল্লিতে। গত মঙ্গলবার এলাকার মোল্লা পুকুরে স্থানীয় কয়েকজন ছিপ ফেলে মাছ ধরছিলেন। তখনই তারক দলুই নামে একজনের বড়শিতে ভারী কিছু গেঁথে যায়। সেটিকে টেনে পুকুর পাড়ে তুলতে দেখা যায় একটি কীটনাশকের বস্তা বড়শিতে গেঁথে রয়েছে। বস্তা থেকে প্রবল দুর্গন্ধ বার হতে থাকে। পুকুর পাড়ে উপস্থিত লোকজন বস্তার মুখ খুলতেই দেখতে পান একটি সদ্যোজাতের দেহ। ঘটনায় ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী। দ্রুত খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গত ৫-৭ দিনের ভেতর শিশুটিকে খুন করে পুকুরের জলে ফেলে যাওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনে এলাকায় কোনও সদ্যজাতের নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে পুকুরটি জনবসতির মধ্যে হওয়ায় বস্তাবন্দি কিছু ফেলে যাওয়া কারও নজরে কেন পড়ল না তাও ভাবাচ্ছে এলাকাবাসীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ঘটনার পর প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

Share
Published by
Basudev Ghosh