Categories: State

মালদহের স্কুলে হুমকি চিঠি

Published by
News Desk

২০ লক্ষ টাকা চেয়ে স্কুলে হুমকি চিঠিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল মালদহের মাধাইপুরে। আর পাঁচটা দিনের মত বৃহস্পতিবার সকালেও মাধাইপুর হাইস্কুলে পৌঁছয় ছাত্র ও শিক্ষকরা। সেইসময়েই চিঠিটি হাতে পান শিক্ষকরা। চিঠিতে ওই স্কুলের কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

চিঠির প্রেরক হিসাবে উল্লেখ আছে আমরা ‘ক’ জন-এর। হাতে লেখা ওই চিঠি ঘিরে নিমেশে আতঙ্ক ছড়ায়। স্কুলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, এই অঞ্চলে  এটা নতুন ঘটনা নয়। এর আগেও হবিবপুরের বিভিন্ন স্কুলে টাকা চেয়ে হুমকি চিঠি এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk