State

পুজোর আগেই শুরু হল সবলা মেলা

Published by
Basudev Ghosh

রামপুরহাটের মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে গত শনিবার সবলা মেলার সূচনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রামপুরহাটের মহকুমা শাসক স্মৃতিরঞ্জন মাইতি প্রমুখ।

মেলায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের মেয়েদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, চর্মজাত সামগ্রি বিপণনের ব্যবস্থা থাকছে। সবলা মেলার আয়োজনের ফলে অনেক স্বনির্ভর গোষ্ঠী তাদের উৎপাদিত দ্রব্য বিপণনের একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। রোজগারও হচ্ছে। উৎসবের মরসুমের মুখে যেমন এসব সামগ্রি সাধারণ মানুষের প্রয়োজন মেটাবে, তেমনই ভাল বিক্রি হাসি ফোটাতে পারে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মুখে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

Share
Published by
Basudev Ghosh