State

বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে একজোট হওয়ার পরামর্শ দিলেন জিগনেশ

Published by
Basudev Ghosh

আগামী লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করার দাওয়াই দিলেন গুজরাটের বিধায়ক তথা দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএমের সঙ্গে তৃণমূলকে জোট গড়ার জন্য পরামর্শ দিলেন। পাশাপাশি দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে একজোট হওয়ারও ডাক দিয়েছেন জিগনেশ।

গত শুক্রবার বীরভূমের সিউড়িতে জেলাশাসক কার্যালয়ে তফশিলি জাতি-জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং সংখ্যালঘু যৌথ মঞ্চের ডাকে এক স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। ২৭ দফা দাবি নিয়ে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জিগনেশ মেভানি। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন তিনি।

জিগনেশ মেভানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি কর্মসংস্থানের। অর্থাৎ সাড়ে ৪ বছরে ৯ কোটি বেকারের চাকরি হওয়া উচিৎ। যা বাস্তবে হয়নি বলেই দাবি এই দলিত নেতার। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী সব সময় বলেন না খাবো, না খেতে দেবো। কিন্তু এখন তাঁর সেই উক্তি ভুল প্রমাণিত হয়েছে। মোদী সরকার রাফাল যুদ্ধবিমান চুক্তিতে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে বলেও এদিন দাবি করেন জিগনেশ।

নোট বাতিল এবং জিএসটি চালুর মত ভুল সিদ্ধান্তে সারা দেশের মানুষ এখনও ভুগছেন বলে দাবি করেন জিগনেশ। পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের এখন বেহাল দশা, দাবি জিগনেশের। আগামী লোকসভা ভোটের আগে পর্যন্ত তিনি বারবার পশ্চিমবঙ্গে আসবেন বলেও এদিন জানান জিগনেশ মেভানি।

Share
Published by
Basudev Ghosh