State

পুজোয় ইভটিজিং রুখতে ‘টাইগার ফোর্স’

Published by
Basudev Ghosh

ইভটিজিং রুখতে, রাজনৈতিক সংঘর্ষ, অরাজনৈতিক কোনও গণ্ডগোলসহ যে কোনও ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ বাহিনী গঠন করল বীরভূম জেলা পুলিশ। বাহিনীর নাম দেওয়া হয়েছে টাইগার ফোর্স। পুজোর সময় ইভটিজিং রুখতেও এই বাহিনী বিশেষ অভিযান চালাবে।

জেলা পুলিশ সূত্রে খবর, বীরভূমের ৩টি মহকুমার প্রত্যেকটিতে ১২টি করে বাইক দেওয়া হয়েছে। বাইকগুলির রঙ বাঘের গায়ের রঙের মত হলুদের ওপর কালো ডোরাকাটা। প্রতিটি বাইকে ২ জন করে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশকর্মী থাকবেন। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই পুলিশকর্মীরা যেকোনও ধরণের গণ্ডগোল ঠেকানার জন্য প্রস্তুত। বীরভূমের সিউড়ি, বোলপুর ও রামপুরহাটের পুলিশ লাইনে থাকবে এই বিশেষ বাহিনী। এলাকার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই এই ফোর্সকে কাজে লাগাবে বীরভূম জেলা পুলিশ।

Share
Published by
Basudev Ghosh