State

সাতসকালে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Published by
Basudev Ghosh

পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার ভগলদিঘি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাথর বোঝাই ডাম্পারটির সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী বাক্কার শেখের। বছর ৩৫-এর বাক্কার শেখ নলহাটি থানার বিরলচৌকি গ্রামের বাসিন্দা। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। তারাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায়‌।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার অবস্থা বেহাল। প্রশাসনকে বার বার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। রাস্তার ওপর মাত্রাতিরিক্ত ওজনের বালি ও পাথরের ট্রাক যাতায়াতের কারণে রাস্তার এই অবস্থা বলেও জানান তাঁরা। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ সব জেনেও নির্বাক দর্শক মাত্র। রাস্তার পাশে পড়ে থাকা বালি-পাথরের জন্যই ওই রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে বলে মতামত এলাকাবাসীর।

Share
Published by
Basudev Ghosh