State

অলিগলিতে নেশার ঠেক বাড়ছে, প্রশাসনকে জানাল পুজো কমিটিগুলি

Published by
Basudev Ghosh

সিউড়ি শহরে দুর্গা পুজো এবং কালী পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল বীরভূম জেলা প্রশাসন। বুধবার বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাজীব মণ্ডল, ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি। ছিলেন আবগারি দফতরের ১ জন আধিকারিক ও দমকল বিভাগ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা। এদিন মূলত পুজো পরিচালনা থেকে পুজোর শেষে প্রতিমা নিরঞ্জন কিভাবে হবে তার সমস্ত দিক নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গা পুজো এবং কালী পুজোতে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। খোলা হচ্ছে হেল্পলাইন। টোল ফ্রি নম্বর ১৮০০৩১৩৭৪৬৪। এই নম্বরে ফোন করলেই মিলবে সহায়তা।

মহকুমা শাসক রাজীব মণ্ডল জানান, বুধবার সিউড়ি মহকুমায় যে সমস্ত দুর্গা পুজো এবং কালী পুজো রয়েছে তার অনুমতির জন্যই মূলত সমস্ত পুজো কমিটিগুলিকে ডাকা হয়েছিল। তাদেরকে বিভিন্ন বিষয় জানানো হয় প্রশাসনের তরফে। কি করবেন, কি করবেন না তা পরিস্কার করে দেওয়া হয়। আগামী ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুর্গা পুজোর অনুমতিপত্র দেওয়া হবে। কালী পুজোর জন্য ৩০ এবং ৩১ অক্টোবর অনুমতিপত্র দেওয়া হবে। এ বছর নতুন করে কোনও পুজোকে অনুমতি দেওয়া হচ্ছে না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলির কাছে বিভিন্ন বিষয়ে মতামত চাওয়া হয়। কয়েকটি পুজো কমিটি শহরে পুজোর ৪টে দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি শহরের বিভিন্ন অলিতে গলিতে যে নেশার আসর বসছে সেদিকেও নজর দেওয়ার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করে কয়েকটি পুজো কমিটি।

Share
Published by
Basudev Ghosh