State

দোকান খোলা রাখলে ভেঙে দিয়ে যাওয়ার হুমকি, বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

Published by
Basudev Ghosh

দোকান খোলা রাখলে মিছিল নিয়ে এসে ভাঙচুর করে দিয়ে চলে যাবেন তিনি। প্রকাশ্যে বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা নির্মল মণ্ডল এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়াল বন্‌ধের সকালে। বিজেপির রাজ্য কমিটির সদস্য নির্মল মণ্ডল। ইসলামপুরের ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বন্‌ধ ঘিরে এদিন সকাল থেকেই সরগরম ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস, তো কোথাও পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েছেন বিজেপিকর্মীরা। এমনকি কোথাও বিজেপিকর্মীদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছে।

এরই মাঝে বুধবার সকালে সিউড়িতে দেখা গেল অন্য ছবি। ৩ জন দলীয় কর্মীকে নিয়ে সিউড়ি মসজিদ মোড় লাগোয়া একটি বাজারে যান নির্মল বাবু। সেখানে ব্যবসায়ীদের দোকান বন্ধ করার জন্য অনুরোধ করেন। অভিযোগ এই সময়ে এক ব্যবসায়ীকে হুমকি দেন বিজেপি নেতা নির্মল মণ্ডল। স্থানীয়দের দাবি, নির্মল মণ্ডল ওই ব্যবসায়ীকে সাফ জানিয়ে যান, এখন অনুরোধ করে যাচ্ছেন। এরপরে মিছিল নিয়ে এসে দোকান ভাঙচুর করে যাবেন। পরে অবশ্য বিষয়টি সে পর্যন্ত গড়ায়নি।

Share
Published by
Basudev Ghosh