State

প্রাণ বাঁচাতে ক্যানালের জলে ঝাঁপ দিলেন জ্বলন্ত গৃহবধূ

Published by
Basudev Ghosh

গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে। প্রাণ বাঁচাতে জ্বলন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে পাশের ক্যানালে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কল্পনা দাস নামে ওই গৃহবধূ। আশঙ্কাজনক ও দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশিরা।

বছর দশেক আগে বোলপুরের মকরমপুরের বাসিন্দা কার্তিক দাসের সাথে বিয়ে হয়েছিল কল্পনা দাসের। ৩ সন্তানের জননী কল্পনাদেবী। স্বামী, ৩ সন্তান, শাশুড়ি ও ২ ননদকে নিয়ে তাঁর সংসার। এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রায়ই অবিবাহিত ২ ননদ ও শাশুড়ির সঙ্গে অশান্তি হত কল্পনাদেবীর। গত মঙ্গলবার তাঁদের অশান্তি চরমে পৌঁছয়। সেই অশান্তির জেরেই কল্পনাদেবীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শরীরে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে সামনের ক্যানালের জলে কল্পনাদেবী ঝাঁপ দেন বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশিরা। তাঁরাই দগ্ধ কল্পনা দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে।

Share
Published by
Basudev Ghosh