State

বাংলা বন্‌ধ : পক্ষে-বিপক্ষে মিছিল শহরে

Published by
Basudev Ghosh

বুধবার বিজেপির ডাকা বাংলা বন্‌ধকে ব্যর্থ করার উদ্দেশ্যে রাস্তায় নামল তৃণমূল। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে প্রায় ৫০০ জনের একটি বন্‌ধ বিরোধী মিছিল করে তারা।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনার প্রতিবাদে বুধবার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা এই বন্‌ধ অসফল করতে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। মিছিল থেকে মূলত বন্‌ধের দিন দোকানপাট খোলা রাখার জন্য অনুরোধ জানানো হয়। তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে এলাকাবাসীকে বন্‌ধ ব্যর্থ করতে অনুরোধ জানান।

এদিন পাল্টা বিজেপির পক্ষ থেকেও সিউড়ি শহরে একটি মিছিল বার করা হয়। বিজেপির পক্ষ থেকে বন্‌ধকে সফল করার জন্য শহরবাসীকে অনুরোধ জানানো হয়।

Share
Published by
Basudev Ghosh