State

বন্‌ধের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ

Published by
Basudev Ghosh

উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপির ডাকা বাংলা বন্‌ধে কোনও বহিরাগত যাতে বীরভূম জেলায় অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য মঙ্গলবার জেলার বিভিন্ন হোটেলে গিয়ে তল্লাশি অভিযান চালাল সিউড়ি থানার পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্রে খবর, বন্‌ধের আগেরদিন বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড থেকে কোনও বহিরাগত জেলায় ঢুকেছে কিনা তা খতিয়ে দেখতে এদিন সিউড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় পুলিশ। হোটেলের রেজিস্টার খাতা, অতিথিদের পরিচয়পত্র ও সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। হোটেলের বিভিন্ন ঘরে গিয়েও তল্লাশি চালায় পুলিশ।

Share
Published by
Basudev Ghosh