State

টাই হওয়া পঞ্চায়েতে বোর্ড গঠন পুজোর পর

Published by
Basudev Ghosh

পুজোর পরেই মহম্মদবাজারের নির্বাচিত পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। সোমবার একথা জানিয়ে দিয়েছেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু। কেন এখানে বোর্ড গঠনে দেরি হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে সোমবার জেলাশাসকের দফতরে হাজির হন এলাকার বিজেপির নেতা কর্মীরা। জেলাশাসক মৌমিতা গোদারা বসু তাঁদের জানান, মহম্মদবাজারের রামপুরের বোর্ড গঠনকে ঘিরে চরম উত্তেজনা আছে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও রয়েছে। তাই পুলিশের সঙ্গে কথা বলেই পুজোর পরে বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রায় ৩ মাস আগে। জেলা জুড়ে ১৬৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র রামপুরে বোর্ড গঠিত হয়নি। এরফলে এলাকার উন্নয়ন হচ্ছে না, এমনই দাবি বিরোধীদের। রামপুর পঞ্চায়েতে যাতে দ্রুত বোর্ড গঠন হয় তার দাবিতে সোমবার বিজেপির একটি প্রতিনিধি দল জেলাশাসকের দ্বারস্থ হয়। প্রসঙ্গত, রামপুর পঞ্চায়েতে তৃণমূল ৩টি আসন ও বিজেপির ৩টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনের ফল ৩-৩ হয়ে যাওয়ায় বোর্ড গঠন ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। নিরাপত্তার খাতিরে ২ বার রামপুর পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিতের নির্দেশ দেয় জেলা প্রশাসন। মহম্মদবাজার অঞ্চলের বিজেপি ব্লক সভাপতি সহ ১০ জনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দল জেলাশাসককে জানায়, দ্রুত রামপুর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে হবে, না হলে উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ছে এলাকা। লটারি বা টসের মাধ্যমে রামপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হলে বিজেপির তাতে আপত্তি নেই বলেও জানায় বিজেপি প্রতিনিধিদল।

Share
Published by
Basudev Ghosh