State

ফের তরুণী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী

Published by
News Desk

বিয়ে হয়েছিল বেশ সাড়ম্বরেই। নবদম্পতির দিনও কাটছিল ভালই। কিন্তু কিছুদিন আগে স্বামী গোপাল দাসের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন স্ত্রী মীনাক্ষী। সে কথা তিনি তাঁর পরিবারকে জানানও। জানান, এই ঘটনার প্রতিবাদ করায় স্বামীর সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে তাঁর। তারপর গত শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের রবীন্দ্রপল্লী এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় মীনাক্ষী দাসের ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির তরফে এটা আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।

এদিকে মীনাক্ষী দাসের পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয় বলে দাবি তাঁদের। মৃতার পরিবারের অভি‌যোগক্রমে স্বামী গোপাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Share
Published by
News Desk