State

লজ থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, অচেতন অবস্থায় উদ্ধার বৃদ্ধা

Published by
News Desk

গাদিয়ারার একটি লজ থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। পাশে পড়েছিলেন তাঁর স্ত্রী। অচেতন অবস্থায় উদ্ধার করার পর ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে লজের ঘরে ওই বৃদ্ধ দম্পতির এমন অবস্থা হল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই বৃদ্ধ দম্পতি পুত্রশোকে আত্মহত্যার চেষ্টা করেন। কিছুদিন আগে তাঁদের একমাত্র ছেলের ক্যানসারে মৃত্যু হয়। তারপর থেকেই অবসাদ পেয়ে বসে তাঁদের।

জানা গেছে, ওই দম্পতি পরাগ পাল ও তাপসী পাল গত বুধবার গাদিয়ারার ওই লজে এসে ওঠেন। তাঁদের ঘর ছাড়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু বেলা পর্যন্ত তাঁরা ঘর না ছাড়ায় লজের তরফে তাঁদের ঘরে ফোন করা হয়। কিন্তু কেউ ফোন তোলেননি। সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে কড়া নাড়েন লজের কর্মীরা। তখনও সাড়াশব্দ না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ওই দম্পতিকে বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরাগবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাপসীদেবীর চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেই আশাবাদী পুলিশ। তবে তদন্ত চলছে।

Share
Published by
News Desk