State

সাইকেল সমেত দামোদরে তলিয়ে গেলেন যুবক

Published by
News Desk

দামোদর নদে তলিয়ে গেলেন এক যুবক। শনিবার সকাল থেকেই দামোদরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। কিন্তু বর্ষার জলে টইটম্বুর দামোদরে ওই যুবকের খোঁজ মেলেনি। খোঁজ মেলেনি তাঁর সাইকেলেরও।

জানা গেছে, হুগলির পুরশুরা আশ্রম ঘাটে খেয়ায় সাইকেল নিয়ে উঠতে গিয়ে পা হড়কান ওই যুবক। টাল সামলাতে না পেরে সাইকেল সমেত গিয়ে পড়েন দামোদরে। দ্রুত তলিয়ে যান তিনি। তাঁর সাইকেলেও নিমেষে হারিয়ে যায় বিশাল জলরাশিতে। ডুবুরি নামিয়ে তন্নতন্ন করে খোঁজ করার পরও এখনও দেহের দেখা মেলেনি। অনেকের ধারণা স্রোতের টানে দেহ দূরে চলে গিয়ে থাকতে পারে। খোঁজ চলছে।

Share
Published by
News Desk