State

স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলাই কী কাল হল?

Published by
News Desk

এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের কলাগাছিয়া এলাকায়। মৃতার স্বামীকে ধরে মারধর করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। মৃতার নাম অসীমা হালদার। মধ্যবয়সী ওই মহিলার ১১ বছর হল বিয়ে হয়েছে। তাঁর ৭ বছরের এক মেয়েও রয়েছে।

অভিযোগ, বছর খানেক হল স্কুল শিক্ষক স্বামী মানস হালদার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ঘটনার কথা জানতে পারেন স্ত্রী অসীমা। এ নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, এরপর মাঝেমধ্যেই স্ত্রীকে বেদম মারধর করত অভিযুক্ত স্বামী। তারপর গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ তাঁর স্বামীই তাঁকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk