State

কুনুর সেতুর বেহাল দশা

Published by
Sudeep Pal

পায়ে হেঁটে সেতু পারাপার করতে হয় নিচের দিকে চেয়ে। নাহলে যে কোনও মুহুর্তে পা ঢুকে যেতে পারে ফাঁকে। সে ফাঁক দিয়ে নিচে তাকালে দেখা যাচ্ছে নদী। বড় ফাঁকও রয়েছে। সেখানে দিয়ে গলে গেলে সোজা নদীর গভীর জলে! সেতুর বিভিন্ন অংশ থেকে সিমেন্ট খসে গেছে। ঢালাই গেছে উঠে। এমনই হাল সিউড়ি বর্ধমানের মাঝে জাতীয় সড়কের ওপর কুনুর নদীর ওপর অবস্থিত কুনুর সেতুর।

বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছনোর অন্যতম সেতু এটি। যথেষ্ট ব্যস্ত সেতু। সেই সেতুর এমন বেহাল দশা নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই এই সেতু সারানোর উদ্যোগ শুরু হয়েছে।

Share
Published by
Sudeep Pal