State

গাড়ি গেলে কাঁপছে রামকৃষ্ণ সেতু, দাবি স্থানীয়দের

Published by
Sudeep Pal

রাজ্য জুড়ে অনেক সেতুরই বেহাল দশা। স্থানীয় মানুষজনও সেটা জানেন। কিন্তু কাজকর্মের চাপে সেকথা সেভাবে তাঁদের ভাবাত না। কিন্তু মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর এবার সকলেই আতঙ্কিত। যেখানে যে সেতুর হাল বেহাল, সেখানকার বাসিন্দারাই সেই সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে এখন প্রশ্ন তুলছেন। যেমন আরামবাগের রামকৃষ্ণ সেতু। সেতুর হাল অনেক দিন ধরেই বেহাল। চারদিক থেকে চাঙড় খসে পড়েছে।

স্থানীয়দের দাবি, এ সেতু দিয়ে সারাক্ষণ ভারী গাড়ি যাতায়াত করছে। অত্যন্ত ব্যস্ত সেতু। কিন্তু এখন ভারী গাড়ি গেলে কেঁপে ওঠে সেতুটি। ফলে আতঙ্ক ক্রমশ বাড়ছে। সেতুর বিভিন্ন অংশের দিকে চেয়ে দেখলেই এর জীর্ণদশা টের পাওয়া যায়। সেকথা স্থানীয় প্রশাসনও জানে। শুরু হয়েছে এই সেতু মেরামতির উদ্যোগও।

Share
Published by
Sudeep Pal