State

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা

Published by
Sudeep Pal

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল হাসপাতালে। এবার অকুস্থল মগরা ব্লক হাসপাতাল। তাপস বিশ্বাস নামে এক ব্যক্তিকে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর জ্বর ছিল বলে দাবি পরিবারের। পোলবার বাসিন্দা ওই ব্যক্তিকে স্যালাইন দেওয়া শুরু হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে পরিবার একদিন অপেক্ষা করে তাঁকে অন্য হাসপাতালে রেফার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এমনই দাবি করেছেন পরিবারের লোকজন।

পরিবারের দাবি, রেফার চাইলে তাতেও রাজি হয়নি হাসপাতাল। গত শুক্রবার মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই হাসপাতাল চত্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে। মৃতের পরিজনদের দাবি হাসপাতালে ঠিকমত চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয় তাপসবাবুর। এরপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। যদিও হাসপাতালের দাবি তারা চিকিৎসায় ত্রুটি করেনি।

Share
Published by
Sudeep Pal