State

মোমো না প্রেম, যুবকের অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু

Published by
Sudeep Pal

ফের মারণ গেম মোমোর বলি? মুর্শিদাবাদের দীপঙ্কর মণ্ডলের পরিবার তেমনই আশঙ্কা করছে। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে মৃত যুবকের ল্যাপটপ এবং মোবাইল দেখে পরিবারের প্রাথমিক সন্দেহ মোমো গেমের জন্যই আত্মহত্যা করেছেন দীপঙ্করবাবু। তাঁর ল্যাপটপ এবং মোবাইলে গেম খেলার লিঙ্ক মেসেজ দেখার পর তাঁদের এই ধারণা আরও দৃঢ় হয়েছে। পরিবারের দাবি, দীপঙ্করবাবু বেশ কয়েকদিন ধরেই মনমরা হয়ে থাকতেন। পরিবারের মানুষদের সাথেও খুব বেশি কথা বলতেন না। প্রয়োজন না পরলে ঘর থেকে বাইরে বেরোতেও চাইতেন না।

সকালে ডাকাডাকির পরে দেখা যায় নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন দীপঙ্কর মণ্ডল। মৃত্যুর কারণ সম্বন্ধে এখনও পরিস্কার নয় পুলিশ। পরিবারের আশঙ্কা, মোমো খেলার কারণেই দীপঙ্করবাবু আত্মঘাতী হয়েছেন। যদিও এর মধ্যেই আরও একটি তত্ত্ব সামনে এসেছে। প্রেমঘটিত বিষয়ে আঘাত পেয়ে থাকতে পারেন দীপঙ্কর। সেখান থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। দীপঙ্কর মণ্ডলের মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
Sudeep Pal