State

কেন গাওয়া হয়না জাতীয় সংগীত? স্কুলে উত্তেজনা

Published by
Sudeep Pal

স্কুলে জাতীয় সংগীত গাওয়া হয়না। শিক্ষকরা সময়ে ক্লাসে আসেন না। স্কুলের অবস্থাও বেহাল। বেঞ্চ ভেঙে পড়ছে। দেওয়ালের দশা ভয়ংকর। পুরুলিয়ার চণ্ডীতলা শিক্ষা নিকেতনের ছাত্রদের মধ্যে এই নিয়ে চাপা অসন্তোষ দানা বাঁধছিল। অবশেষে তা ফেটে বার হল। কেন স্কুলে গত কয়েক বছর ধরে জাতীয় সংগীত গাওয়া হবে না তা নিয়ে স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্র থেকে প্রাক্তনীরা।

অবস্থা সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। স্কুলের সামনে বিক্ষোভরতদের বুঝিয়ে সুঝিয়ে সরানোর দায়িত্ব নেয় পুলিশ। পরে অবস্থা শান্ত হয়।

Share
Published by
Sudeep Pal