State

অবৈধ প্রেম বাঁচাতে স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

Published by
News Desk

অবৈধ সম্পর্ক বাঁচিয়ে রাখতে স্বামীকে খুনের দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলেন আরামবাগ আদালতের বিচারক। জানা যায়, পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছিল স্ত্রী। সেই প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। তাই পথের কাঁটা সরাতে স্ত্রী এবং প্রেমিক মিলে ওই ব্যক্তিকে খুন করে। আরামবাগের চুনাইট গ্রামের ঘটনা।

দিনটা ২০১২ সালের ৩ জুলাই। রাত ১১টা নাগাদ স্বামী ধীরেন মালিককে নৃশংসভাবে খুন করে তাঁর স্ত্রী মিনা ও তার প্রেমিক। এরপর স্বামী নিখোঁজ বলে রটিয়ে দেয় মিনা। তার স্বামী ধীরেনবাবু নিখোঁজ বলে আত্মীয়দের মধ্যেও প্রচার করার চেষ্টা করে সে। কিন্তু কোনওভাবে দেওর দশরথ মালিক ও অন্যান্য প্রতিবেশিরা ধীরেন মালিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ফেলেন। দেহ উদ্ধারের পর বৌদি মিনা ও তার প্রেমিক মোকা সিংয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন দশরথবাবু। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বৌদি ও তার প্রেমিক।

সরকারি আইনজীবী নবকুমার মজুমদার এই মামলার সাক্ষী এবং প্রমাণাদি আদালতে পেশ করেন। যদিও মিনা মালিকের প্রেমিকের স্ত্রী প্রতিমা সিংয়ের দাবি তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Share
Published by
News Desk