State

নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৭

Published by
Sudeep Pal

মুর্শিদাবাদের ডোমকল থানার গরিবপুরে ভৈরব নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও ৭ জনের খোঁজ নেই। বৃহস্পতিবার নৌকাডুবি হয় ভৈরব নদীতে। শিশুসহ ৬০ জনের মতো যাত্রী ছিলেন নৌকায়। যার মধ্যে এখনও পর্যন্ত নিখোঁজ ৭ জন। স্থানীয় সূত্রে জানা যায়, পথ দুর্ঘটনায় নিহত জাহান মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন করতে বিভিন্ন এলাকার বাসিন্দারা নদী পেরিয়ে গিয়েছিলেন। তারপর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পেরোনোর চেষ্টার ফলে এই দুর্ঘটনা। যাত্রীদের আর্ত চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ডোমকল থানার আইসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। উদ্ধারকারীরা নদী চষে ফেলছেন। শুক্রবার সকাল থেকে এই উদ্ধারকাজ দেখতে নদীর ২ পারে ভিড় জমান উদ্বিগ্ন মানুষজন ও নিখোঁজদের পরিজনেরা।

Share
Published by
Sudeep Pal