State

নেতাদের চিন্তা বাড়াল আসন সংরক্ষণ

Published by
Sudeep Pal

আসন সংক্রান্ত সংরক্ষণের তালিকা প্রকাশ পেল। কিন্তু তা চিন্তা বাড়িয়ে দিল নেতাদের। বর্ধমান পুরসভার ৩৫টি পুর আসনের মধ্যে সংরক্ষণের কোপ পড়েছে ১৪টি ওয়ার্ডে। ফলে বর্তমান পুরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত, ভাইস চেয়ারম্যান খোন্দেকার মহম্মদ সাহিদুল্লাহ, ২ জনেই তাঁদের জেতা ওয়ার্ড থেকে দাঁড়াতে পারছেন না।

গুসকরা পুরসভায় সংরক্ষণের কোপে পড়েছেন পুরপতি বুর্ধেন্দু রায়ও। গুসকরা পুরসভার ১৬টি আসনের মধ্যে সংরক্ষণের আওতায় এসেছে ৯টি আসন। তবে সংরক্ষণের আওতায় আসা বর্তমান বিজয়ী নেতারা অন্য কোনও ওয়ার্ড থেকে দাঁড়াবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।

Share
Published by
Sudeep Pal