State

মা ও মেয়ের অশ্লীল ছবি ভাইরাল করে গ্রেফতার যুবক

Published by
Sudeep Pal

প্রেমের প্রস্তাব দিয়েছিল। রাজি হয়নি দশম শ্রেণির ছাত্রীটি। তারই প্রতিশোধ নিতে সেই ছাত্রীর এবং তার মায়ের অশ্লীল ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। এমনটাই অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই হকচকিয়ে যায় ছাত্রীর পরিবার। থানায় অভিযোগ দায়ের করা হয় সোমনাথ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। বর্ধমানের কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমনাথ একটি মোটর বাইক শোরুমের কর্মচারি। দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল সে। অভিযোগ, কোনওভাবেই ছাত্রীটি প্রেমে রাজি না হওয়ায় তার ও তার মায়ের অশ্লীল ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় সোমনাথ। তদন্তে নেমে সাইবার ক্রাইম শাখা সোমনাথের ফোন ট্যাপ করে। এরপরই পুলিশ গ্রেফতার করে তাকে।

Share
Published by
Sudeep Pal