Categories: State

টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষ, উত্তপ্ত নরসিংহ দত্ত কলেজ

Published by
News Desk

ছাত্র ভর্তিকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হাওড়ার নরসিংহ দত্ত কলেজ। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষ বাধে। কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া চলছে। সেই ছাত্র ভর্তিকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর সংঘর্ষ লাগে বলে অভিযোগ। দুই দল ছাত্র লোহার রড, উইকেট নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মারামারি। এই ঘটনায় কলেজের মধ্যে আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে। সংবাদ সংগ্রহ করতে গেলে মারমুখী ছাত্রদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরাও। এক সাংবাদিকের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। এদিকে সংঘর্ষের সময় বহু বহিরাগত সংঘর্ষে লিপ্ত ছিল বলে জানিয়েছে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা। ছাত্র ভর্তি হবে অনলাইনে। এক্ষেত্রে ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিল শিক্ষা দফতর। সেইমত তৃণমূল ছাত্র পরিষদের তরফেও জানান হয়েছিল তারা কোনও কলেজে ছাত্রছাত্রীদের সাহায্যার্থে কোনও কিয়স্ক দেবে না। কিন্তু বাস্তব বারবার অন্য কথা বলছে। রাজ্যের বিভিন্ন কোণা থেকে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে উত্তেজনার খবর এসেই চলেছে।

Share
Published by
News Desk