State

মদের দোকানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর খণ্ডযুদ্ধ, তুলকালাম

Published by
News Desk

এলাকাবাসী চাইছিলেন না সেখানে একটি মদের দোকান তৈরি হোক। আবার মদের দোকানের মালিক দোকান তৈরি করেছিলেন আইনতই। সবরকম লাইসেন্স নিয়ে। ফলে প্রশাসনের কাছ থেকে যে যে ছাড়পত্রের দরকার, তা তাঁর কাছে রয়েছে। তাই তিনিও মদের দোকান খোলা নিয়ে অনড় ছিলেন। এই অবস্থায় দোকানটি খোলে ঠিকই কিন্তু তা নিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একে গোপালন কলোনির বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। মঙ্গলবার ছিল দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন। তারই তোড়জোড় চলাকালীন ফের এলাকার কয়েকজন এসে দোকান খোলার প্রতিবাদ করেন। কিছুটা ভাঙচুরও হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

পুলিশ এসে প্রতিবাদীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করতেই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় গোটা এলাকাই পুলিশের ওপর চড়াও হয়। পাল্টা পুলিশও নিজেদের মত প্রতিহত করার চেষ্টা চালায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাথর বর্ষণ চলতেই থাকে। ইটের ঘায়ে আহত হন থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নেমে অবস্থা আয়ত্তে আনে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গোটা এলাকা থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Share
Published by
News Desk