State

শিক্ষারত্নে জয়জয়কার জেলার শিক্ষকদের

Published by
Shaoni Dutta

শিক্ষক দিবসে প্রতি বছরের মত এবছরও রাজ্য সরকার শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবে রাজ্যের বাছাই করা শিক্ষকদের হাতে। এবছরের সেই তালিকায় ফের একবার জয়জয়কার জেলার শিক্ষকদের। কেউ শিক্ষকতা, কেউ বা অন্ধকারে পিছিয়ে থাকা গ্রামে শিক্ষার আলো জ্বালার জন্য পুরস্কৃত হবেন।

রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সারা বছরের কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়ে থাকে রাজ্য সরকার। এবছর তৃতীয় পক্ষের বিচারে এই স্বীকৃতি পেতে চলেছেন শিক্ষকরা। এই পুরস্কারের ক্ষেত্রে সবথেকে বেশি নজর থাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের দিকেই, যেহেতু এই ক্ষেত্রেই সবথেকে বেশি পুরস্কার দেওয়া হয় থাকে।

এবছর এই বিভাগে পুরস্কৃত হবেন ২৩ জন শিক্ষক। তার মধ্যে কলকাতার ২ জন ও হাওড়ার ১ জন শিক্ষক রয়েছেন। বাকি জেলাগুলির মধ্যে ৪টি জেলা থেকে – পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও বীরভূমের ২ জন করে শিক্ষক এই পুরস্কার পাবেন। বাকি জেলাগুলির মিলিয়েমিশিয়ে ১ জন করে শিক্ষক এই সম্মানের অধিকারী হবেন।

Share
Published by
Shaoni Dutta