State

এবার ‘শিকার’ স্বামীজি

Published by
Shaoni Dutta

মূর্তি ভাঙার ‘সংস্কৃতি’-তে নবতম সংযোজন স্বামী বিবেকানন্দ। বৃহস্পতিবার বীরভূমে কাদের হাতে তিনি অবমাননার শিকার হলেন তা অবশ্য জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন সকালে মহম্মদবাজারের চরিচা গ্রামে একটি ১০ ফুট উঁচু স্বামী বিবেকানন্দের মূর্তির মুখটি বিকৃত, হাত ভাঙা অবস্থায় দেখেন গ্রামবাসীরা। মুখের রং ঘষে, নাক ভেঙে, মাথায় ইট চাপা দেওয়া অবস্থায় দেখা যায় মূর্তিটিকে। যদিও এর পিছনে রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

২০১৫ সালে মহম্মদবাজারের শেওড়াকুড়ি বিবেকানন্দ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি এই মূর্তিটি বানিয়েছিল স্বামীজির জন্মদিন উপলক্ষে। স্থানীয় রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসানো হয় মূর্তিটি। লক্ষ্য ছিল যাতে পড়ুয়ারা স্বামীজির আদর্শ থেকে অনুপ্রাণিত হতে পারে। বৃহস্পতিবার সকালে রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা প্রথম মূর্তিটিকে বিকৃত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় মহম্মদবাজার থানায়।

Share
Published by
Shaoni Dutta