State

এলাকা দখলের লড়াই বৃহন্নলাদের, আহত ১

Published by
Shaoni Dutta

এলাকায় ক্ষমতা দখলের লড়াইটা শুধুই বাঘ সিংহ বা রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যায় না, এই লড়াই বৃহন্নলাদের মধ্যেও রয়েছে। কখনও সেটা নিজেদের এলাকার বাইরে সাধারণ মানুষের সামনেও প্রকাশ হয়ে পড়ে। ঠিক তেমনটাই বুধবার দেখা গেল বীরভূমের মহম্মদবাজারে।

মহম্মদবাজারের একটি বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছে শুনে ময়ূরেশ্বর ও লাভপুর থেকে ২টি বৃহন্নলাদের দল সেদিকে রওনা দেয়। মহম্মদবাজার মোড়ের কাছে ২টি দলের গাড়ির দেখা হয়। তখনই ময়ূরেশ্বর আসা দলটি লাভপুরের দলের গাড়ি থামিয়ে তাদের মারধর করতে শুরু করে বলে অভিযোগ। স্থানীয় কিছু যুবকও তাদের সাথে লাভপুরের বৃহন্নলাদের মারায় হাত লাগায় বলে অভিযোগ।

স্থানীয় মানুষ ওই যুবকদের সরিয়ে বৃহন্নলাদের বাঁচান। তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক বৃদ্ধা বৃহন্নলা গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

Share
Published by
Shaoni Dutta