State

রক্তে লাল খেতের জল, খুন তৃণমূল নেতা

Published by
News Desk

পারিবারিক কারণে ঝাড়গ্রামের নতুনডিহির বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন পবিত্র সরঙ্গি। সে গত সোমবারের কথা। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। অবশেষে মঙ্গলবার সকালে মিলল দেহ। গলা কাটা। সারা দেহে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। রক্তাক্ত দেহটা পড়েছিল দরখুলির কাছে খেতের মধ্যে। মৃতের রক্তে তখন খেতের জল লাল হয়ে গিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকায় তৃণমূলপন্থী পরিবার হিসাবে এই সরঙ্গি পরিবারের পরিচিতি রয়েছে। তৃণমূলের দাবি সিপিএম ও বিজেপি এই খুনের পিছনে রয়েছে। বিরোধীদের দাবি এটা নেহাতই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর পিছনে তাদের কোনও হাত নেই।

Share
Published by
News Desk