State

শাশুড়ির পাশে জামাই, রাগে খুন করল শ্বশুর?

Published by
Shaoni Dutta

শ্বশুরের বিরোধিতা করে শাশুড়ির পাশে দাঁড়ানোর মাশুল দিতে হল জামাইকে। অভিযোগ, গত শনিবার রাতে মেয়ে জামাইয়ের বাড়িতে ঢুকে বছর ৩০-এর জামাইকে খুন করে শ্বশুর। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার মুরানডিহি গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, সিউড়ির বাসিন্দা নব বাউরি প্রায়ই তার স্ত্রীর ওপর অত্যাচার চালাত বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতেন জামাই বরুণ লোহার। শাশুড়িকে তিনি পঞ্চায়েত ও অন্যান্য জায়গায় বিচারের জন্য নিয়েও গেছেন। পরিবারের আশঙ্কা এই রাগ থেকেই গত শনিবার রাতে ইলামবাজারে এসে বরুণকে খুন করে নব লোহার। ইলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

Share
Published by
Shaoni Dutta